Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

১)  ঝিনাইদহ ও মাগুরা জেলার উপজেলারগুলোর  মৃত্তিকা জরিপ (Soil Survey) সম্পন্ন এবং প্রতিবেদন প্রণয়ন।

২) ২ টি উপজেলার নবায়নকৃত জরিপ (Updating Soil Survey) সম্পন্নকরণ, ৫ টি উপজেলার  ভূমি ও মৃত্তিকা ব্যবহার নির্দেশিকা নবায়নকরণ এবং ৩ টি উপজেলার প্রতিবেদন প্রকাশনার প্রক্রিয়াধীন।

৩) স্থান ভিত্তিক সুষম মাত্রায় সার ব্যবহারের নিমিত্তে ১০ টি ভূমি, মাটি  ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) প্রনয়ণ।

৪) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে প্রতি বছর ২ মৌসুমে (রবি, খরিফ-২) ৪ টি উপজেলার প্রায় ২০০ জন কৃষকের মাটি পরীক্ষা পূর্বক ফসল/ফসলবিন্যাস ভিত্তিক মোট প্রায় ২০০ টি সার সুপারিশ কার্ড প্রদান।

৫) অনলাইনে স্থানভিত্তিক মাটির উর্বরতামান অনুসারে সার সুপারিশ।

৬) অফলাইনে স্থানভিত্তিক মাটির উর্বরতামান অনুসারে সার সুপারিশ।

৭) সুষম মাত্রায় সার প্রয়োগের নিমিত্তে মাটি পরীক্ষার জন্য কম্পোজিট মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি প্রণয়ন।

৮) মাঠ পর্যায়ে সহজে ভেজাল সার সণাক্তকরণ পদ্ধতি উদ্ভাবন।

৯) ভূমি, মাটি ও সার ব্যবস্থাপনা বিষয়ক জেলা ও উপজেলা পর্যায়ে প্রায়   প্রায় ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা  কে প্রশিক্ষণ প্রদান।

১০) মাটি পরীক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার পদ্ধতি, ভেজাল সার সণাক্তকরণ পদ্ধতি, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, রাসায়নিক সার প্রয়োগের সময় ও পদ্ধতি, ফসল উৎপাদনে মাটির সুষ্ঠু ব্যবস্থাপনা, জৈব সার প্রস্তুত ও ব্যবহার পদ্ধতি বিষয়ক প্রায় ৪০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান।

১১) গুরুত্বপূর্ণ মানচিত্র প্রণয়ন

  • মৃত্তিকা ও ভূমিরুপ মানচিত্র